জম্মু ও কাশ্মীর নির্বাচন- বিজেপির হার! 'ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট সরকার গঠন করতে চলেছে'- বিগ ব্রেকিং

কি বলা হল?

author-image
Aniket
New Update
modi shahss.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের নির্বাচন প্রক্রিয়া চলছে। তৃতীয় দফার নির্বাচন বাকি রয়েছে এখনও। তবে এবার বিধানসভা নির্বাচন নিয়ে JKNC সহ-সভাপতি ওমর আবদুল্লাহ বড় দাবি করলেন। তিনি জানিয়েছেন, বিজেপির হার নিশ্চিত জাম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে। ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট সরকার গঠন করতে চলেছে বলে দাবি করেছেন তিনি। ওমর আবদুল্লাহ বলেছেন, "ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট এখানে সরকার গঠন করতে চলেছে"।

উল্লেখ্য দীর্ঘ বছর কাটিয়ে ফের জম্মু ও কাশ্মীরে নির্বাচন হতে চলেছে। বিজেপি এই নির্বাচন নিয়ে ব্যাপক ভাবে আশাবাদী। বিজেপি এই নির্বাচনে জয়ের জন্য নিজেদের কাজ করে চলেছেন। অপরদিকে নির্বাচনে বিজেপিকে হারাতে কংগ্রেস এক নয় বরং ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের লড়াইয়ে নেমেছেন, নিজেদের শক্তি বৃদ্ধি করে। এখন দেখার এই নির্বাচনে জম্মু ও কাশ্মীরের মানুষ কাদের ভরসা করেন। সেই উত্তর অবশ্য সময় দেবে।