পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, জ্বলছে আগুন, ভয়াবহ পরিস্থিতি

অশান্ত হয়ে উঠল মহারাষ্ট্র (Maharashtra) | আজ শনিবার মহারাষ্ট্রের জালনায় মারাঠা সংরক্ষণের দাবিতে বিক্ষোভ শুরু হয়।

author-image
SWETA MITRA
New Update
jalnaaaa.jpg

নিজস্ব সংবাদদায়াঃ আজ শনিবার দফায় দফায় অশান্ত হয়ে উঠল মহারাষ্ট্রের জালনা (Jalna) এলাকা। মারাঠা সংরক্ষণের দাবিতে পুলিশের দিকে পাথর ছুঁড়েছে বিক্ষোভকারীরা। একই সঙ্গে বিক্ষোভকারীরা গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। এই ঘটনা প্রসঙ্গে জালনার এসপি জানিয়েছেন, জালনায় মারাঠা সংরক্ষণের দাবিতে আম্বাদ চৌফুলি এলাকায় বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতের জেরে জালনার এসপি তুষার দোশি সহ চার থেকে পাঁচ জন পুলিশ কর্মী আহত হন। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ হাওয়াত প্লাস্টিকের বুলেট অবধি ছুঁড়েছে।

 

যত যময় এগোচ্ছে ততই মহারাষ্ট্রে মারাঠা সংরক্ষণের দাবি আবারও জোরালো হচ্ছে। জালনায় মানুষ সংরক্ষণের দাবিতে গত কয়েকদিন ধরে অনশন করছিলেন। স্থানীয় নেতা মনোজ জারাংও এতে অংশ নিয়েছিলেন। শুক্রবার বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে এবং তাদের নিয়ন্ত্রণ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। সংরক্ষণের দাবিতে লোকজন এখানকার রাস্তায় হট্টগোল সৃষ্টি করে, ভাঙচুর করে এবং রাস্তায় আগুন ধরিয়ে দেয়। এদিকে শুক্রবারের পর আজ শনিবারও দফায় দফায় অশান্ত হয়ে ওঠে জালনা। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়েন বিক্ষোভকারীরা।

 

এদিকে মারাঠা সংগঠনগুলি মুম্বাই এবং নাসিক-এ জরুরি বৈঠক ডেকেছে। মারাঠা সংগঠনের নেতারাও আজ কোলহাপুরে জড়ো হতে চলেছেন। দাবি করা হয়, পুলিশ মনোজ জারাংকে সঙ্গে নিয়ে যেতে এসেছিল, যাকে তার সমর্থকরা থামানোর চেষ্টা করেছিল। অল্প সময়ের মধ্যেই সহিংসতা ছড়িয়ে পড়ে। জালনা জেলায় বিক্ষোভকারীরা বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়। বাসটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।

 

কার্তিনাক স্টেট ট্রান্সপোর্টের একটি বাসেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ধুলে-সোলাপুর হাইওয়েতে মহারাষ্ট্র পরিবহনের একটি বাস থামিয়ে দেয় বিক্ষোভকারীরা। বাসটিতে ৪৩ জন যাত্রী ছিলেন। বাসটির চালক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তিনি ক্ষুব্ধ লোকজনকে শান্ত করার চেষ্টা করছিলেন। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যাত্রীরা সিটের নিচে লুকিয়ে থাকার চেষ্টা করছিল। যদিও বিক্ষোভকারীরা সকল যাত্রীকে বাস থেকে নামিয়ে তারপর বাসে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে খবর।

 

ধুলে-সোলাপুর মহাসড়কে সমস্ত বাস পরিষেবা বাতিল করা হয়েছে। এসটি কমিটি সমস্ত বাস-ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এসটি কর্পোরেশনের বাসে অগ্নিসংযোগের ঘটনার পরে সোলাপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা মহাসড়কেও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ঔরঙ্গাবাদ থেকে বিড, সোলাপুর, ওসমানাবাদ, লাতুর জেলাগামী ট্রেন বাতিল করা হয়েছে। বাস চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। বিপুল সংখ্যক যাত্রী সিডকো বাস স্টেশনে আটকা পড়েছেন।