মোদী সরকারের একটা প্রকল্প ঠেকাতে পারে ৪ লক্ষ মৃত্যু! বলছে রিপোর্ট

বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষের জল প্রয়োজন। তবে এমন অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে জল সংগ্রহ করাটা একটা সংগ্রাম। এই সংগ্রামকে সহজ করেছে মোদী সরকারের জল জীবন মিশন।

author-image
Anusmita Bhattacharya
New Update
modi telangana.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হল কেন্দ্রীয় সরকারের 'জল জীবন মিশনে'র লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণ হলে বেঁচে যাবেন লক্ষ লক্ষ মানুষ। রিপোর্ট দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে ৬২.৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে। জল পেয়েছেন ৮২ কোটি ভারতীয়। ২০১৮ সালে ভারতীয় মহিলারা গড়ে প্রায় ৪৫.৫ মিনিট জল আনার কাজে ব্যয় করতেন। ক্রমে সেই অবস্থা পাল্টেছে।২০১৮ সালে ভারতের প্রায় ৩৬ শতাংশ মানুষের ছিল জলের অভাব। গ্রামাঞ্চলের প্রায় ৪৪ শতাংশ এলাকাতে সহজলোভ্য ছিল না জল।