নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের আসন্ন লোকসভা ভোট নিয়ে এবার বড় ইঙ্গিত দিলেন বিদেশমন্ত্রী ডা এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তাঁর মন্তব্যের সমালোচনা করেছেন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে বলে আস্থা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রে রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, '২০২৪ সালের ফলাফল তো ওটাই হবে। আমরা জানি।‘ কেন্দ্রের মোদী সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, ‘রাহুল গান্ধী (Rahul Gandhi) যখনই দেশের বাইরে যান, তখনই দেশের সমালোচনা করেন এবং আমাদের রাজনীতি নিয়ে মন্তব্য করেন। বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে এবং তারা কী দেখছে? নির্বাচন হয়, কখনো এক দল জয়ী হয়, আবার কখনো অন্য দল জয়ী হয়। দেশে যদি গণতন্ত্র না থাকে, তাহলে এ ধরনের পরিবর্তন আসা উচিত নয়। সব নির্বাচনের ফলাফল একই হওয়া উচিৎ।‘