নিজস্ব সংবাদদাতা:হিমাচল প্রদেশ বিধানসভার এলওপি জয়রাম ঠাকুর বলেছেন, "গত 2 বছর ধরে, কংগ্রেস হিমাচল প্রদেশে শাসন করছে এবং সুখবিন্দর সিং সুখু মুখ্যমন্ত্রী, যখন তিনি মাত্র একজন বিধায়ক ছিলেন, তিনি বিধায়ক প্রতিষ্ঠান নিয়ে অনেক কথা বলতেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি বিধায়ক প্রতিষ্ঠানকে অপমান করে চলেছেন... বিধায়ক, তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে...তদন্তকারী অফিসাররা অসদাচরণ করে চলেছেন বিধায়কদের সঙ্গে...হিমাচল প্রদেশে বিরোধী বিধায়কদের কথায় কোনও উন্নয়নমূলক কাজ হচ্ছে না...বিজেপি বিধায়করা সিমলায় 3 ও 4 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে যে বিধায়ক বৈঠক হতে চলেছে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন"।