কেন শুধু আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান? CAA লাগু হতেই প্রশ্ন রাখলেন কংগ্রেস নেতা

CAA লাগু হতেই মোদী সরকারকে বিশেষ প্রশ্ন করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (ইনচার্জ কমিউনিকেশনস) জয়রাম রমেশ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
caa-pm-modi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সিএএ বিজ্ঞপ্তি জারি হওয়া নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক (ইনচার্জ কমিউনিকেশনস) জয়রাম রমেশ করলেন কটাক্ষ।

Jairam Ramesh

জয়রাম রমেশ মোদী সরকারকে বলেন, 'আপনি কেন শুধু আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের কথা ভাবছেন? শ্রীলঙ্কাকে অন্তর্ভুক্ত করলেন না কেন? এরকম বেশ কিছু প্রশ্ন আছে। কিন্তু আমার প্রশ্ন আপনি কেন ৪ বছর ৩ মাস সময় নিলেন? নিয়মটা আগে আসেনি কেন?...এখন, যখন পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচনের পরিবেশ আছে- সেখানে মেরুকরণ তৈরি করতে, এটা করা হয়েছে...তাদের একটাই লক্ষ্য, নির্বাচনের সময় মেরুকরণ। ...হাম রাম পূজারি হ্যায়, ও রাম ব্যাপারি হ্যায়। আমার নামে দুটি 'রাম' আছে, আমরা সবাই রামের ভক্ত'।

0a95b43d-09b1-460e-8cd1-44f86697b0c8.jpg

Add 1

Addd 3

স্ব