নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানে বিজেপির জাতীয় সভাপতি এবং এসসি মোর্চা, লাল সিং আর্য বলেছেন, “আমি মনে করি যদি কারও কারণে সংবিধান এবং সংরক্ষণ বিপন্ন হয় তবে তা কংগ্রেস। তারা ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করে, ৩৭০ ধারা বাস্তবায়নের মাধ্যমে সংবিধানের আত্মাকে চূর্ণ করে দিয়েছিল। যা তফসিলি জাতির অধিকার কেড়ে নিয়েছিল এবং তাও বি আর আম্বেদকরের বিরুদ্ধে গিয়ে। ৩৭০ ধারা বাতিল করে এসসি ও এসটিদের সংরক্ষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”
তিনি আরও বলেছেন, “কংগ্রেস যে ইস্তেহারের নাম দিয়েছে 'ন্যায় পাত্র', তা তৈরি হয়েছে মুসলিম লিগের প্রভাবে। আমার আশঙ্কা, তফসিলি জাতির সংরক্ষণ খর্ব করে সংবিধান অনুযায়ী যাঁরা সংরক্ষণের আওতায় নেই, তাঁদেরই মুসলিম লিগের নির্দেশে সংরক্ষণ দেওয়া হয়েছে। মুসলিম লিগের প্রভাবে কংগ্রেস দলিতদের অধিকার কেড়ে নিতে চায়, কিন্তু যতদিন বিজেপি থাকবে, ততদিন তা হতে দেবে না।”