BREAKING: পাকিস্তানের হাতে আটক হওয়া সেই পূর্ণমকে ভারতেই ফেরত পাঠাল পাক সেনা
ভারত-পাক উত্তেজনার জেরে বন্ধ পরীক্ষা! বিস্তারিত জানুন
CCS বৈঠকে মোদী, অমিত, রাজনাথ— সীমান্ত নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত আজ?
সকাল সকাল মোদির বাসভবনে চললেন রাজনাথ— কেনো? জানুন
অপারেশন সিঁদুরের প্রমাণ চাইছে বিরোধীরা, বিজেপি নেতা বললেন "সবুত গ্যাং!
কেন্দ্রের গোপন বার্তা নবান্নে! মুখ্যমন্ত্রীর ডাকা জরুরি বৈঠকে কী নিয়ে আলোচনা হবে আজ?
এক সপ্তাহ আগেই বর্ষা এসে গেছে! কোথায় কোথায় ভারী বৃষ্টি?
ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্পের দাবিকে এক লহমায় উড়িয়ে দিল ভারত— বিস্তারিত পড়ুন
আজ জম্মুর পরিস্থিতি কেমন? সেনা সূত্রে পাওয়া খবর চমকে দেবে আপনাকে

‘সংবিধান এবং সংরক্ষণ বিপন্ন হয়েছে কংগ্রেসের জন্য’, কটাক্ষ বিজেপি নেতার

কংগ্রেসকে নিশানা করে বড় মন্তব্য করেছেন রাজস্থানের বিজেপি সভাপতি লাল সিং আর্য। তিনি বলেছেন যে, দেশের সংবিধান এবং সংরক্ষণ বিপন্ন হয়েছে শুধুমাত্র কংগ্রেসের জন্য।

author-image
Probha Rani Das
New Update
lpkkl1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানে বিজেপির জাতীয় সভাপতি এবং এসসি মোর্চা, লাল সিং আর্য বলেছেন, “আমি মনে করি যদি কারও কারণে সংবিধান এবং সংরক্ষণ বিপন্ন হয় তবে তা কংগ্রেস। তারা ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করে, ৩৭০ ধারা বাস্তবায়নের মাধ্যমে সংবিধানের আত্মাকে চূর্ণ করে দিয়েছিলযা তফসিলি জাতির অধিকার কেড়ে নিয়েছিল এবং তাও বি আর আম্বেদকরের বিরুদ্ধে গিয়ে। ৩৭০ ধারা বাতিল করে এসসি ও এসটিদের সংরক্ষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

lpkkl2.jpg

তিনি আরও বলেছেন, “কংগ্রেস যে ইস্তেহারের নাম দিয়েছে 'ন্যায় পাত্র', তা তৈরি হয়েছে মুসলিম লিগের প্রভাবে। আমার আশঙ্কা, তফসিলি জাতির সংরক্ষণ খর্ব করে সংবিধান অনুযায়ী যাঁরা সংরক্ষণের আওতায় নেই, তাঁদেরই মুসলিম লিগের নির্দেশে সংরক্ষণ দেওয়া হয়েছে। মুসলিম লিগের প্রভাবে কংগ্রেস দলিতদের অধিকার কেড়ে নিতে চায়, কিন্তু যতদিন বিজেপি থাকবে, ততদিন তা হতে দেবে না।” 

Add 1