নিজস্ব সংবাদদাতা: স্বস্তি মিলল না। জেল হেফাজতের (Jail Custody) মেয়াদ আরো বেড়ে গেল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)। আগামী ১২ জুলাই পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)। একই সঙ্গে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারীরও জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেল। এর ফলে আগামী ২ মাস তিহাড় জেলেই (Tihar Jail) থাকতে হবে সুকন্যা এবং মণীশকে। এই মামলার পরবর্তী শুনানি (Case Hearing) হবে গরমের ছুটির পর। ইতিমধ্যেই জামিনের আর্জি জানিয়ে একটি মামলা করেছেন সুকন্যা। তার শুনানি হতে পারে ২৬ মে।