‘কোচিং সেন্টার গুলো ব্যবসায় পরিণত হয়েছে’: জগদীপ ধনখড়

'আমি বিধি ২৬৭ এর অধীনে নোটিশ পেয়েছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jagdeep-dhankhar

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির ওল্ড রাজিন্দর নগরের ঘটনায় ৩ জন ইউপিএসসি পরীক্ষার্থীর মৃত্যু নিয়ে রাজ্যসভাও আজ তোলপাড় হয়ে উঠল। প্রথম থেকেই শুরু হল আলোচনা। ভাইস প্রেসিডেন্ট তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এদিন বলেন, “আমি বিধি ২৬৭ এর অধীনে নোটিশ পেয়েছি। তারা কর্তৃপক্ষের অবহেলার কারণে দিল্লিতে UPSC প্রার্থীদের করুণ মৃত্যুর বিষয়ে আলোচনার দাবি করেছে। আমি দেখতে পেয়েছি যে যুব জনসংখ্যাগত লভ্যাংশ দেশকে লালন করতে হবে, আমি আরও দেখতে পাচ্ছি যে কোচিং কার্যত বাণিজ্যে পরিণত হয়েছে। যখনই আমরা একটি সংবাদপত্র পড়ি, সামনের এক বা দুটি পৃষ্ঠা তাদের বিজ্ঞাপনের জন্যই থাকে। যা সত্যিই দুর্ভাগ্যজনক!”

 

Adddd