নির্বাচন, তিন তালাক বাতিল করে মুসলিম মহিলাদের স্বস্তি! বার্তা নাড্ডার
সামনেই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। এই নিয়ে দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। এরইমধ্যে তিন তালাক বাতিল করা নিয়ে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশে জব্বলপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, “আমরা আদর্শ ভিত্তিক দল। নেতাদের কেউই তিন তালাক সরানোর সাহস পাননি। মোদী সরকারই তিন তালাক বাতিল করে মুসলিম মহিলাদের মূলস্রোতে নিয়ে এসেছিল।”
#WATCH | Jabalpur, Madhya Pradesh: BJP national president JP Nadda says, "We are an ideology-based party. None of the leaders had the courage to remove triple talaq. It was the Modi government that brought Muslim women into the mainstream by ending the triple talaq..." pic.twitter.com/WhS2QT20mc