সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২৫টি সম্পত্তি বাজেয়াপ্ত করল জম্মু-কাশ্মীর পুলিশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
।কজন

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীর পুলিশ ৮৩টি স্থানে অবস্থিত জমি ও ভবনসহ ১২৫টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। রাজ্য তদন্ত সংস্থা (এসআইএ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এক্সিকিউটিভ উইংয়ের সন্ত্রাসবাদ সম্পর্কিত তদন্তের ফলস্বরূপ এই সম্পত্তিগুলো চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ৮ ও ২৫ নম্বর ধারায় ওই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের জারি করা একটি অ্যাডভাইজরিতে মানুষকে বিক্রয়, ক্রয়, ভাড়া, ইজারা বা অন্য কোনও ধরণের লেনদেনের সঙ্গে যুক্ত হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।