নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলন (Wrestlers Protest) প্রসঙ্গে এবার মন্তব্য করলেন বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তী। আজ শুক্রবার এবিভিপির এক অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী বিরোধীদের উদ্দেশ্য করে বলেন, ‘বিষয়টি কেন্দ্রের হাতে নয়, রাজ্যের দেখা উচিৎ। আমাদের হাতে কিছু নেই।‘ গত ১৮ জানুয়ারি দিল্লির যন্তর মন্তরে প্রথমবারের মতো অবস্থান ধর্মঘটে বসেন ভারতীয় কুস্তিগীররা। রেসলিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন কুস্তিগীররা। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কুস্তিগীরদের সঙ্গে আলোচনা করেন এবং ২১ জানুয়ারি অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়। ব্রিজভূষণকে কুস্তি সমিতির কাজকর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। যদিও ফের একবার কুস্তিগীররা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন লাগাতার একমাস ধরে।