স্কুলে মা সরস্বতীর মূর্তি বসাতেই হবে! নিদান রাজ্য সরকারের

এবার থেকে সব স্কুলে থাকবে সরস্বতীর মূর্তি।

author-image
Anusmita Bhattacharya
New Update
masaras

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের জয়পুরে স্কুলছাত্রীদের হিজাব নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে, গঙ্গাপোল এলাকায় অবস্থিত সরকারি স্কুলের ছাত্রীদের অভিযোগ যে স্থানীয় বিধায়ক বালমুকুন্দ আচার্যকে বার্ষিক অনুষ্ঠানে ডাকা হয়েছিল, তিনি এখানে এসে হিজাব নিয়ে বিতর্কিত কথা বলেন। বিক্ষোভের মধ্যেই বেরিয়ে এসেছে রাজস্থানের শিক্ষামন্ত্রীর বড়সড় বিবৃতি। রাজস্থানের স্কুলগুলিতে ড্রেস কোড কার্যকর করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার বলেছেন যে স্কুলের অবস্থার বিষয়ে তদন্ত করা হবে। বিদ্যালয়ে কোনও প্রকার ধর্মান্তরকরণ করা হবে না। যে স্কুলে দেবী সরস্বতীর মূর্তি বা ছবি নেই সেই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

WhatsApp Image 2024-01-29 at 11.05.07 AM (1).jpeg

WhatsApp Image 2024-01-29 at 11.05.08 AM (1).jpeg

WhatsApp Image 2024-01-29 at 11.05.08 AM.jpeg