নির্ভুল ভাবে মানুষের মত কাজে দক্ষ হয়ে উঠছে প্রতিদিন

বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সেরকমই একটা প্রযু্ক্তি যা নির্ভুল ভাবে মানুষের মত কাজে দক্ষ হয়ে উঠছে প্রতিদিন। ভারত সহ সারা বিশ্বে এআই ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুত।

প্রচুর সংখ্যক চাকরি চলে যাওয়ার আশঙ্কা

এ আই ব্যবহার করে খুব সহজেই নির্ভুল ভাবে করা যায় অনেক জটিল কাজ। তবে এ আই এর ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রচুর সংখ্যক চাকরি চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

আইটি বিভাগের এক-তৃতীয়াংশ চাকরি চলে যেতে পারে

দেশের অন্যতম আইটি কোম্পানি টেক মাহিন্দ্রার সিইও সিপি গুরনানি বলছেন, এ আই-এর কারণে আইটি বিভাগের এক-তৃতীয়াংশ চাকরি চলে যেতে পারে। তবে, তিনি আরও বলেছিলেন যে এ আই-এর জন্য চাকরি যেমন যাবে ঠিক তেমনই নতুন ধরণের চাকরি তৈরিও হবে।