নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশা ও ঝাড়খণ্ডের বৌদ্ধ ডিস্টিলারিপ্রাইভেট লিমিটেডে (বিডিপিএল) অভিযান চালায় আয়কর বিভাগ। এই সংস্থাটি কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর সঙ্গে যুক্ত বলে জানা গেছে। কর্মকর্তারা বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করায় অভিযান এখনও চলছে যা গণনার জন্য সময় নিচ্ছে। সূত্রে খবর, এই অভিযানে ৩০০ কোটি টাকারও বেশি নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ঝাড়খন্ডের কংগ্রেস রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহুর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ। রাঁচি, লোহারডাগা এবং ওড়িশায় একযোগে সাংসদের বাড়িতে অভিযান চালিয়ে এত বেশি নগদ উদ্ধার করা হয়েছে যে ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য ট্রাকের প্রয়োজন ছিল।