নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবার দলত্যাগীদের নয় মন্তব্য করেছেন।
/anm-bengali/media/media_files/NRxSt1h1GM7Ig5861WI9.jpg)
তিনি বলেছেন, "কংগ্রেস 'প্রবাহিত নদীর' মতো। কিছু লোক চলে গেলে তাতে প্রভাব পড়ে না"। গুয়াহাটিতে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে। সেখান থেকেই এই বার্তা দিয়েছেন তিনি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
Assam | BJP