চন্দ্রযান-৩-এর ও আদিত্য এল ১-এর সফল উৎক্ষেপণের পর ইসরো এখন ভারতের ইতিহাসের সবচেয়ে বড় মিশন চালু করতে চলেছে।
চন্দ্রযান-৩-এর ও আদিত্য এল ১-এর সফল উৎক্ষেপণের পর ইসরো এখন ভারতের ইতিহাসের সবচেয়ে বড় মিশন চালু করতে চলেছে।
এটা হল গগনযান। দেড় মাসের মধ্যেই প্রাক-গগনযান মিশন চালু করতে চলেছে ইসরো। এটি একই মিশন, যেখানে ভারতীয় বিমান বাহিনীর নির্বাচিত পাইলটদের নভোচারী হিসাবে মহাকাশে প্রেরণ করা হবে।
আগামী বছরের প্রথম দিকে গগনযানের মাধ্যমে পাঠানো হবে ভিয়োমিত্র রোবট। ইসরো ২০২০ সালের ২৪ জানুয়ারি ভিওমিত্র মহিলা হিউম্যানয়েড রোবট চালু করেছিল। এই রোবট তৈরির উদ্দেশ্য দেশের প্রথম মনুষ্যবাহী মিশন গগনযানের ক্রু মডিউলে পাঠিয়ে মহাকাশে মানবদেহের গতিবিধি বোঝা।
{{ primary_category.name }}