নিজস্ব সংবাদদাতা: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, আগামী ১২ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে উৎক্ষেপণ করা হবে ইসরোর তৃতীয় সংস্করণ চন্দ্রযান-৩। কোট্টায়াম জেলার ভাইকামের কোথাওয়ারা সেন্ট জেভিয়ার্স কলেজে ইসরো আয়োজিত দিনব্যাপী কর্মশালা ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনের পর ইসরো চেয়ারম্যান এ কথা বলেন। এস সোমনাথ জানিয়েছেন, ইউআর রাও স্যাটেলাইট সেন্টার থেকে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাডে পৌঁছে ছে চন্দ্রযান। সোমনাথ জানিয়েছেন, চূড়ান্ত প্রস্তুতি চলছে। চলতি মাসের শেষ নাগাদ তা শেষ হবে। তিনি জানান, এই উৎক্ষেপণের জন্য এলভিএম-৩ নামের রকেট ব্যবহার করা হচ্ছে এবং এর অ্যাসেম্বলি চলছে।