নিজস্ব সংবাদদাতাঃ ফের এক নয়া ভিডিও প্রকাশ করে সকলকে চমকে দিল ইসরো (ISRO)। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পর চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর ল্যান্ডার বিক্রম ভালোভাবেই কাজ শুরু করেছে। ল্যান্ডার চাঁদের পৃষ্ঠের অনেক ছবি পাঠিয়েছে। চাঁদে পতাকা উত্তোলনের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বিক্রম ল্যান্ডার থেকে প্রজ্ঞান রোভারের প্রস্থানের একটি ভিডিও শেয়ার করেছে।
এই ভিডিওটি চন্দ্রযান ৩ মিশনের ল্যান্ডার থেকে নেওয়া হয়েছে। কীভাবে প্রজ্ঞান বিক্রম থেকে বেরিয়েছে তা দেখানো হয়েছে ইসরোর তরফে। এর আগে ইসরো চাঁদের পৃষ্ঠের ছবি পাঠিয়েছিল। স্পেস এজেন্সি শুক্রবার, ২৫ আগস্ট তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কিছু ভিডিও এবং ছবি গুলি শেয়ার করেছে। ইসরো ২৩ শে আগস্ট সন্ধ্যায় চাঁদের পৃষ্ঠে পা রেখেছিল। চলতি বছরের ১৪ জুলাই উৎক্ষেপণ করা চন্দ্রযান-৩ মিশনের নরম অবতরণ হয়েছে বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে। ইসরোর মিশন মুনের সাফল্যের পর বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত।