নিজস্ব সংবাদদাতাঃ চন্দ্রযান ৩ নিয়ে ফের বড় মন্তব্য করল ইসরো (ISRO)। ইসরো টুইট করে জানিয়েছে যে, 'অল্প সময়ের জন্য প্রয়োজনীয় আজকের সফল উৎক্ষেপণ চন্দ্রযান-৩-কে ১৫৩ কিলোমিটার বাই ১৬৩ কিলোমিটার কক্ষপথে নিয়ে গেছে। ইসরো আরও একবার চন্দ্রযান-৩-এর কক্ষপথ কমিয়ে দিয়েছে। এটি কক্ষপথ হ্রাস করার শেষ প্রক্রিয়া ছিল। এর ফলে চাঁদ থেকে চন্দ্রযানের দূরত্ব আরও কমে যায়। ভারতের এই মহাকাশযানটি এখন ১৫৩ কিমি x ১৬৩ কিমি কক্ষপথে পৌঁছেছে। আগামী ১৭ আগস্ট চন্দ্রযান-৩-এর প্রপালশন মডিউলকে ল্যান্ডার থেকে আলাদা করবে ইসরো। উল্লেখ্য, আগামী ২৩ অগাস্ট এবং ২৪ অগাস্টের মধ্যবর্তী গভীর রাতে চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ কে নামানোর পরিকল্পনা করছে ভারতীয় মহাকাশ সংস্থা ISRO। এদিকে ১৭ আগস্টের মধ্যেই চন্দ্রযান-৩ থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার 'বিক্রম'। তার ৭২ ঘণ্টার মধ্যে ল্যান্ডার বিক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রোভার 'প্রজ্ঞান'।