Chandrayaan 3: কলঙ্কিত চাঁদ! চাঁদের প্রথম ছবি প্রকাশ করল ইসরো

শনিবার, ৫ অগস্ট, ২০২৩ তারিখে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ইসরোর চন্দ্রযান।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
k

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ইসরো-র চন্দ্রযান-৩। চাঁদের কক্ষপথে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে, রবিবার চাঁদের প্রথম ছবি তুলে পাঠাল চন্দ্রযান-৩। আর সেই ছবি টুইট করে প্রকাশ করেছে ইসরো (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন)। চন্দ্রযান-৩-র তোলা ছবিতে খুব স্পষ্টভাবে চাঁদের ভূ-পৃষ্ঠ ধরা পড়েছে। যা দৃশ্যত পৃথিবীর থেকে অনেকটাই আলাদা। এককথায়, চন্দ্রযান-৩-র তোলা ছবিতেই স্পষ্ট ‘চাঁদের কলঙ্ক’। চাঁদের কক্ষপথ থেকেই পৃথিবীর একমাত্র উপগ্রহের এই ছবি তুলেছে চন্দ্রযান-৩।

ইসরোর প্রকাশ ভিডিয়োতে দেখা যাচ্ছে, চাঁদের ভূ-পৃষ্ঠ জুড়ে রয়েছে ছোট-বড় একাধিক গর্ত। কিছু গর্ত আকারে ছোট হলেও একেবারে অগভীর নয়। স্বাভাবিকভাবেই সেই গর্তের ভিতরটা অন্ধকার বলে ইসরোর চন্দ্রযানের ক্যামেরায় ধরা পড়েছে।