নিজস্ব সংবাদদাতাঃ ইসরো চেয়ারপার্সন এস সোমানাথ বুধবার চন্দ্রযান-৩ চাঁদে অবতরণ অভিযানে জড়িত বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। তিনি বলেছেন যে প্রকল্পের সাফল্য শুক্র এবং মঙ্গল গ্রহে অবতরণ সহ দুঃসাহসিক মহাকাশ অভিযানের উচ্চাকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে তাঁদের। চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার মডিউলের সফল ও নিরাপদ অবতরণের পরে বেঙ্গালুরুতে মিশন অপারেশন কমপ্লেক্সে ইসরো দলকে সম্বোধন করে সোমানাথ বলেছেন যে এই সাফল্য হাজার হাজার বিজ্ঞানীর প্রচেষ্টার ফলাফল।
এবার জানা গেছে যে ইসরোর পরবর্তী অভিযানগুলোর মধ্যে অন্যতম হল- গগনায়ন, লুনার পোলার এক্সপ্লোরেশন, আদিত্য এল-১, মঙ্গলায়ন ২, শুক্র মিশন। ২০১৮-র ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে 'গগনায়ন' প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। প্রথম দুই ধাপে মানববিহীন মহাকাশযান যাবে। প্রথম ধাপে সাফল্য পেলে, দ্বিতীয় ধাপে মহাকাশযানে রোবট পাঠানো হবে। শেষ ধাপে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিন মহাকাশচারীর।
মিশন লুনার পোলার এক্সপ্লোরেশন জাপানের সহযোগিতায় হতে চলেছে। রোভার এবং ল্যান্ডার তৈরি হচ্ছে দুই দেশের যৌথ উদ্যোগে। চাঁদে জলের খোঁজ, যান চলাচল এবং রাত্রিযাপন সম্ভব কি না, তা জানবে এই প্রকল্প। চাঁদের পাশাপাশি, সূর্য নিয়েও গবেষণা করতে আদিত্য-এল ১ স্যাটেলাইট পাঠাতে চায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।