নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ১ জানুয়ারি, সোমবার ভারতীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে পিএসএলভি-সি৫৮/এক্সপোস্যাট মিশন উৎক্ষেপণ করবে। এই মিশনটি ভারতের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট (এক্সপোস্যাট) উৎক্ষেপণকে চিহ্নিত করে, যার লক্ষ্য তীব্র এক্স-রে উৎসগুলোর মেরুকরণ তদন্ত করা।