চন্দ্রযানের পরেই গগনযান! বড় আপডেট দিল ISRO

চন্দ্রযান-৩ নিরাপদে চাঁদে পা রাখার পর এবার মিশন সূর্য। ভারতের প্রথম মানববিশিষ্ট স্পেস ফ্লাইট লঞ্চ করবে ইসরো। রইল সেই সংক্রান্ত বিশেষ আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
12

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: চন্দ্রযান-৩ নিরাপদে সফ্ট ল্যান্ডিং করেছে চাঁদের দেশে। নিজের মতো করে ১০ দিনে পর পর সাফল্য পেয়েছে চন্দ্রযান-৩ এর রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রম। এদিকে, চাঁদ ছোঁয়ার পর সূর্যের খোঁজ নিতে ল্যাগারেঞ্জ পয়েন্টের দিকে এগিয়ে চলেছে ইসরোর আদিত্য এল১। এই অবস্থায় ইসরো আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে 'গগনযান' ঘিরে প্রস্তুতি নিচ্ছে। এইটি ভারতের প্রথম মানববিশিষ্ট স্পেস ফ্লাইট হবে এবার। গগনযান নিয়ে বড় আপডেট দিয়েছেন ইসরো প্রধান এস সোমনাথ।

ইসরো প্রধান এবার বলছেন যে পরের বছরের শুরুতেই গগনযান তার প্রথম মানবহীন মিশনের পথে এগিয়ে যাবে। সিএসআইএর এর ৮২ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে গগনযান নিয়ে বক্তব্য রেখেছেন ইসরোর প্রধান এস সোমনাথ। বলেন যে গগনযানের কাজ চলছে বেশ ভালোভাবে। গগনযানের ক্রিউ মডিউলের প্রথম টেস্ট ভেহিক্যাল ফ্লাইট লঞ্চ করা হবে। তিনি বলছেন সংশ্লিষ্ট কাজে ক্ষমতা যাচাই মূলক একটি অভিযান হবে এই বিশেষ অভিযান। সম্ভবত অক্টোবরে যাতে অভিযান করা যায় তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে যে এই মানবহীন মিশনে ইসরোর রোবট ব্যোমমিত্র থাকতে পারে। জানা গিয়েছে যে গগনযানের আওতায় ভারতের ৪ টি টেস্ট ভেহিক্যাল তৈরি করা হল। এর মধ্যে রয়েছে ২০২৩ এর জন্য টিভি ডি১, ডি২ রয়েছে, ২০২৪ এর জন্য ডি৩, ডি৪।