নিজস্ব সংবাদদাতা: নতুন বছরের প্রথম দিনে ইসরোর বিরাট চমক। এবার লক্ষ্য কৃষ্ণগহ্বর। ব্ল্যাকহোলের ইতিহাস জানতে মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম এক্সরে পোলারিমিটার স্যাটেলাইট বা এক্সপোস্যাট। সকাল ৯টা ১০ মিনিট নাগাদ উৎক্ষেপণ হল তার।
পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি রকেটে চাপিয়ে এক্সপোস্যাটকে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছে দেবে। সেখানে বসেই নিউট্রন তারার জন্ম-মৃত্যু, কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোলের শিকারপর্ব, মহাকর্ষীয় তরঙ্গের বিচ্ছুরণ দেখবে ইসরোর স্যাটেলাইট। সেই সকল খবর পাঠাবে পৃথিবীতে। এতে ভবিষ্যতের মহাকাশ যাত্রাপথে বিশাল সুবিধা হবে মহাকাশচারীদের। শুধু যে ইসরো উপকৃত হবে তা নয়, উপকৃত হবে গোটা বিশ্বই।