চাঁদের পর এবার সূর্য! তৈরী ISRO-র 'আদিত্য'

সূর্যের পর এবার চাঁদ। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো। কবে শুরু হবে এই অভিযান? রইল সেই চমকে দেওয়া আপডেট।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
aditya1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভারতবাসীর স্বপ্ন সফল করে চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করেছে ইসরোর চন্দ্রযান-৩। চন্দ্রপৃষ্ঠে সফলভাবে বিক্রম ল্যান্ডারের ল্যান্ড শেষের পর চাঁদের বুকে নেমে এসেছে রোভার প্রজ্ঞান। ইসরোর পরিকল্পনামাফিকই চলছে গোটা প্রোগ্রাম। এবার ইসরোর লক্ষ্য সূর্য। সৌর জগতের অধিপতির খোঁজখবর নিতেই আদিত্য-এল ওয়ান মিশন পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর PSLV রকেটের মাধ্যমে এই আদিত্য-এল ওয়ান মিশনের উৎক্ষেপণ করা হবে। সূর্যে পৌঁছতে প্রায় ১২৭ দিন সময় লাগবে আদিত্যর। ২ সেপ্টেম্বর আদিত্যর পথে যাত্রা শুরু করতে পারে আদিত্য এল ওয়ান। ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে আদিত্য-এল ওয়ান হবে প্রথম সৌর অভিযান। 

impact