এবার চন্দ্রযান ৪! তৈরী ISRO

গতকালের সাফল্যের পর এখানেই থামতে চাইছে না ইসরো। চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান ৩। তবে এবার আরো বৃহত্তর কিছু পরিকল্পনা করছে ইসরো। রইল সেই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
k,mnb

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গতকাল সন্ধ্যাবেলা ভারত হাতে পেয়েছে চাঁদ। তবে এতেই ক্ষান্ত নয় ইসরো। তৈরি হচ্ছে তারা নতুন অভিযানের জন্য। এবার প্রস্তুতি নেওয়া হচ্ছে চন্দ্রযান ৪- এর জন্য। সরকারিভাবে ঘোষণা করা না হলেও জানা গেছে যে চন্দ্রযান ৪ মিশনের জন্য কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির সঙ্গে যৌথভাবে কাজ করবে ইসরো। এর নাম লুনার পোলার এক্সপ্রেশন মিশন বা লুপেক্স। চাঁদের মাটিতে জল আছে কিনা সেই খোঁজ চালাবে চন্দ্রযান ৪।

impact