নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান এস সোমনাথ রবিবার বলেছেন, বহু প্রতীক্ষিত মানব মহাকাশ ফ্লাইট প্রোগ্রাম 'গগনযান' মিশনের জন্য মহিলা পাইলট বা মহিলা বিজ্ঞানীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং ভবিষ্যতে তাদের পাঠানো সম্ভব হবে। ইসরো আগামী বছর তাদের মনুষ্যবিহীন গগনযান মহাকাশযানে একটি মহিলা হিউম্যানয়েড (মানুষের অনুরূপ একটি রোবট) পাঠাবে। তিনি বলেন, ইসরোর লক্ষ্য তিন দিনের গগনযান মিশনের জন্য পৃথিবীর ৪০০ কিলোমিটার নিচু কক্ষপথে মানুষকে মহাকাশে পাঠানো এবং নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা। এক প্রশ্নের জবাবে সোমনাথ বলেছেন, "এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে ভবিষ্যতে এ ধরনের সম্ভাব্য (নারী) প্রার্থীদের খুঁজে বের করতে হবে।"