নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী মোদী কুলাসেকারাপট্টিনামে ইসরোর দ্বিতীয় স্পেসপোর্ট লঞ্চ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই বিষয়ে বুধবার অর্থাৎ আজ ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন, "জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে, তামিলনাড়ু সরকার আমাদের কাছে জমি হস্তান্তর করেছে। নির্মাণ কাজ শুরু হতে চলেছে, নির্মাণ শেষ হতে সময় লাগবে প্রায় ২ বছর। দু'বছর পর এসএসএলভি চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)