২০২৪-এর শুরুতেই ইতিহাস গড়ল ভারত, ইসরোর নজরে ব্ল্যাকহোল

ইসরো জানিয়েছে, এই স্যাটেলাইটের লক্ষ্য হল দূরবর্তী মহাকাশ থেকে আসা গভীর এক্স-রেগুলির মেরুকরণ সনাক্ত করা।

author-image
SWETA MITRA
New Update
isross.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পিএসএলভি-সি৫৮ এক্সপোস্যাট মিশন নিয়ে এবার বড় বার্তা দিলেন ইসরো প্রধান এস সোমনাথ। তিনি  বলেন, '২০২৪ সালের জানুয়ারি পিএসএলভির (PSLV-C58 XPoSat mission) আরও একটি সফল মিশন সম্পন্ন হয়েছে।‘ জ্যোতির্বিজ্ঞানের অন্যতম বড় রহস্য সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য স্যাটেলাইট পাঠিয়ে বছর শুরু করেছে ভারত। সকাল ৯টা ১০ মিনিটে রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) সি৫৮-এর মাধ্যমে উৎক্ষেপণ করা হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট অর্থাৎ 'এক্সপোস্যাট'। এটি মাত্র ২১ মিনিটে মহাকাশে ৬৫০ কিলোমিটার উচ্চতায় যাবে। এটি হবে রকেটের ৬০তম মিশন। এই মিশনে এক্সপোস্যাটের পাশাপাশি আরও ১০টি স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে।