মিশন সফল, তারপর আরও বিষয় জানালেন ইসরো প্রধান

'বিশ্বকে ব্ল্যাকহোল সম্পর্কে ধারণা দিতেই আমাদের এই মিশন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
isross.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: PSLV-C58 XPoSat মিশন সাকসেসফুল। সাফল্য নিয়েই যাত্রা করেছে নিজের কক্ষপথে। এদিন ISRO প্রধান এস সোমানাথ এই বিষয়ে বলেন, “এটি একটি অনন্য মিশন। কারণ এক্স-রে পোলারিমেট্রি একটি অনন্য বৈজ্ঞানিক ক্ষমতা যা আমরা অভ্যন্তরীণভাবে নির্মাণ যন্ত্র তৈরি করতে ব্যবহার করেছি৷ আমরা ১০০ জন বিজ্ঞানী তৈরি করতে চাই যারা এই দিকটি বুঝতে পারে এবং তারপরে অবদান রাখতে পারে৷ বিশ্বের কাছে ব্ল্যাক হোলের জ্ঞান এখনও সম্পূর্ণ নেই। তাই বিশ্বকে সেই সম্পর্কে ধারণা দিতেই আমাদের এই মিশন”।

একই সাথে ইসরো প্রধান বলেন, “আদিত্য L1 ৬ জানুয়ারী L1 পয়েন্টে পৌঁছাবে এবং তারপরে আমরা চূড়ান্ত কৌশলগুলি পালন করতে পারব”।

 

hiren