ISRO-র আদিত্য-L1 সূর্য অভিযানের মহড়া সম্পূর্ণ

আদিত্য-এল 1 সূর্য অভিযান ২ সেপ্টেম্বর সকাল ১১.৩০ মিনিটে শ্রীহরিকোটা মহাকাশবন্দর থেকে উৎক্ষেপণের দিনক্ষণ স্থির করেছে ইসরো। লঞ্চের মহড়া সম্পূর্ণ হয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
30aditya-sun-mission2

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ISRO হবে সূর্যকে পর্যবেক্ষণের জন্য প্রথম নিবেদিত ভারতীয় মহাকাশ মিশন যা ইসরো মহাকাশ সংস্থা দ্বারা চালু করা হবে। "উৎক্ষেপণের প্রস্তুতি চলছে। লঞ্চ রিহার্সাল - যন্ত্রাংশের অভ্যন্তরীণ পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে", ISRO খোদ এই তথ্য দিয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে।

impact