হামাসের হামলার সময় নীরব! রাষ্ট্রসংঘ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে ইজরায়েলের রাষ্ট্রদূতকে

হামাসের হামলার ক্ষেত্রে রাষ্ট্রসংঘ নীরব অবস্থান করছে। রাষ্ট্রসংঘ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে ইজরায়েলের রাষ্ট্রদূত। হামাসের হামলার সঙ্গে গণধর্ষণের তুলনা ইজরায়েলের।

author-image
Tamalika Chakraborty
New Update
israel defence.jpg

নিজস্ব সংবাদদাতা : ইজরায়েলের বিদেশমন্ত্রী তীব্র ভাষায়  রাষ্ট্রসংঘকে আক্রমণ করে।  তিনি  ইজরায়েলের ওপর হামাসের হামলাকে গণধর্ষণের সঙ্গে তুলনা করেছেন। ইজরায়েল অভিযোগ করেছে, রাষ্ট্রসংঘ হামাসের হামলার সময় নীরব থাকে। ইজরায়েলের বিদেশমন্ত্রী জানিয়েছেন, "আমি রাষ্ট্রসংঘে আমাদের রাষ্ট্রদূত গিলাদ এরদানকে ইজরায়েলে ফিরে আসার নির্দেশ দিয়েছি।"

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg