নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে একসঙ্গে ছবি তোলা এবং কথা বলার পরই জল্পনা তৈরি হয়েছে যে এবার বিজেপিতে যোগ দিতে পারেন ক্রিকেটার মহম্মদ শামি। সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে উত্তর প্রদেশ বিজেপি। সে রাজ্যের বিজেপির অনেকেই দাবি করছে যে এবার লোকসভা নির্বাচনে আমরোহা কেন্দ্র থেকে বিএসপি সাংসদ দানিশ আলির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন ভারতের এই তারকা ফাস্ট বোলার। দেশজুড়ে শোরগোল পড়ে গেছে এই খবরে।