নিজস্ব সংবাদদাতা: বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা এখন গোটা দেশ জানে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০০০ টাকার নোট পাল্টে ফেলতে হবে। এই আবহে ১০০০ টাকার নোট নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। ২০০০ টাকার নোট তুলে নেওয়ার পর কি বাজারে আবার ১০০০ টাকার নোট ফিরে আসতে পারে? মুখ খুললেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।
শক্তিকান্ত দাস জানিয়েছেন, ২০০০ টাকার নোট তুলে নেওয়া হলেও নতুন করে ১০০০ টাকার নোট চালু করার কোনও ভাবনা নেই এখন। ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল করে মোদীর সরকার। নোট বাতিলের পর বাজারে নোটের জোগান দিতে ২০০০ টাকার নোট চালু করা হয়। সেই নোটও এবার বাজার থেকে তুলে নেওয়া হবে। বর্তমানে অন্য নোটগুলির জোগান যথেষ্ট রয়েছে। তাই ২০১৮-১৯ সালে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছে।