অবশেষে পেট্রোল-ডিজেলের দাম কমছে?

পেট্রোল-ডিজেলের দাম কি কমছে? এই নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেন যে সবাই অত্যন্ত অস্থির পরিস্থিতির মধ্যে আছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
petrol

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বিশ্ব বাজারে কমেছে তেলের দাম। তাহলে এবার কি ভারতেও পেট্রোল-ডিজেলের দাম কমানো হচ্ছে? বিষয়টি নিয়ে চলছে জল্পনা। একাধিক মহলের তরফে দাবি করা হয় যে লোকসভা ভোটের আগেই জ্বালানি তেলের দাম কমানো হতে পারে। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুলল মোদী সরকার। এবার তাতে স্পষ্ট করে দেওয়া হল যে আপাতত সেরকম কোনও পরিকল্পনা নেই। 

পেট্রোল এবং ডিজেলের দাম কমানো নিয়ে তিন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সঙ্গে কোনও আলোচনা হয়েছে কিনা, তা নিয়ে বুধবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এরকম কোনও বিষয় নিয়ে কোনও তেল বিপণনী সংস্থার সঙ্গে আলোচনা হয়নি।