নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোট কি এগিয়ে আসবে? নরেন্দ্র মোদি সরকার আচমকা রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২০০ টাকা এবং উজালা প্রকল্পে রান্নার গ্যাসে ভর্তুকি বৃদ্ধির পর সেই জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন, তাঁর আশঙ্কা লোকসভা ভোট ডিসেম্বর বা জানুয়ারি মাসে এগিয়ে আনা হতে পারে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গলায়ও এক সুর।
নির্ধারিত সময়ে হলে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে মে অথবা জুন মাসে লোকসভা নির্বাচন হওয়া উচিত। তবে জানা গেছে যে লোকসভা ভোট এগিয়ে আনার কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করছে না। কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্য দাবি করেন যে ২০১৯ সালে ৩০৩টি আসন পেয়ে ক্ষমতায় উঠে আসে মোদি সরকার। ফলে পুরো মেয়াদ পূর্ণ না করাটা ঠিক হবে না। ফলে ভোট এগিয়ে আনার কোনও প্রশ্নই নেই। আরেক নেতা দাবি করেন যে সম্প্রতি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমানোর আসল উদ্দেশ্য ছিল মু্দ্রস্ফীতিতে লাগাম দেওয়া।