BIG NEWS: চাকরি বাতিল ১০,৩২৩ জন শিক্ষকের?

১০,৩২৩ জন শিক্ষকের চাকরি নিয়ে বড় রায় দিল কোর্ট। চাকরি থাকবে কি থাকবে না তাঁদের? জেনে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
teacher job.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ১০,৩২৩ জন শিক্ষক চাকরি ফিরে পাবেন না। বিভ্রান্ত কাটাতে উচ্চ আদালতের প্রধান বিচারপতি বিষয়টি স্পষ্ট করলেন। ২০২১ সালে ১০,৩২৩ জন চাকরিহারা শিক্ষকদের মধ্যে ৩ জন ত্রিপুরা হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। মামলার শুনানি শেষে গত ৩ মে উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড় রায় দেন। রায়ের পর থেকে চাকুরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একটা অংশ রাজ্যে তোলপাড় সৃষ্টি করেছে। রাজ্য সরকার উচ্চ আদালতে একটি রিভিউ পিটিশন দাখিল করে গত ১৪ জুন স্পষ্টিকরণ চায়। ২১ জুন সেই রিভিউ পিটিশনের শুনানিতে বিচারপতি এই মামলায় গত ৩ মে দেওয়া রায় সম্পর্কে স্পষ্টিকরণ করেন। বিচারপতি স্পষ্ট করেন যে গত ৩ মে তিনি যে রায় দিয়েছেন সেটা সবার জন্য নয়। প্রদীপ দেববর্মা, ময়নাল হোসেন এবং কানাইলাল দাস নামে যে ৩ জন মামলা করেছিলেন তাঁদের জন্য এই রায়।