শুধুই আলোচনার কথা, আদৌ কি ইন্ডিয়া জোটে আসন রফা হবে!

বিস্ফোরক তথ্য দিলেন সঞ্জয় রাউত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
INDIAAAAAAA.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: যখন বিজেপি প্রায় জয়ের ক্ষেত্রে একপ্রকার নিশ্চিত, সেই সময় ইন্ডিয়া জোট এখনও ভেবে চলেছে তাঁদের আসন রফা নিয়ে। কোনও দলই এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এরই মধ্যে বিস্ফোরক তথ্য দিলেন সঞ্জয় রাউত।

sanjay ubt.jpg

শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত এদিন বলেন, “মহারাষ্ট্র জুড়ে ৪ টি দলের আধিপত্য রয়েছে। উদাহরণস্বরূপ, মহারাষ্ট্রের ভিওয়ান্ডি কেন্দ্র। NCP (SCP) এবং কংগ্রেস উভয় দলই সেই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তাই এই সবের জন্যে আলোচনার প্রয়োজন। আলোচনা করেই আসন ভাগাভাগি নিয়ে দলগুলো সঠিক সিদ্ধান্তে আসতে পারবে”।

india allianceee.jpg

Add 1

cityaddnew

স