নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রীয় লোক দল বা আরএলডি নাকি যোগ দিতে চলেছে এনডিএ-র সাথে। লোকসভা নির্বাচনের আগে এমনই খবরে ফের সরগরম রাজ্য-রাজনীতি। তাহলে কি ইন্ডিয়া জোটে আরও একটু ভাঙন ধরল, এমনই প্রশ্ন উঠে আসছে এবার। আর সেই বিতর্কে ধোঁয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং আপনা দলের জাতীয় সভাপতি অনুপ্রিয়া প্যাটেল।
এদিন তিনি বলেন, “আমি মিডিয়া রিপোর্ট পড়েছি যে আরএলডি এনডিএ পরিবারে যোগ দিতে চলেছে। আমি আমার দলের পক্ষ থেকে তাদের স্বাগত জানাই। আমি আছি। আরএলডি এবং বিজেপির মধ্যে আসন বণ্টন সম্পর্কে অবগত নই। আমি ইউপি বা অন্য যে কোনও দলকে এনডিএ-তে যোগ দিতে স্বাগত জানাব, যাতে এনডিএ আরও শক্তিশালী হয়”।