বিতর্কে নাম জড়িয়েছে, নির্বাচনে ব্রিজভূষণকে ছেঁটে ফেললো বিজেপি

'ঈশ্বর যদি এই সিদ্ধান্ত নেন, আমি কী করতে পারি?'

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nadda brij.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন WFI সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং চলতি নির্বাচন নিয়ে এদিন বলেন, “আমি এখন প্রার্থী নই। কিন্তু কায়সারগঞ্জ লোকসভা আসনে বিজেপির কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। ঈশ্বর যদি এই সিদ্ধান্ত নেন, আমি কী করতে পারি? কিন্তু আমি একজন শক্তিশালী প্রতিযোগী, তাই আমি ৯৯.৯ শতাংশ প্রতিদ্বন্দ্বিতা করব, ০.১ শতাংশ আমাকে বাদ দিতেই হবে”।

“দল বিশ্বাস করে যে কায়সারগঞ্জ বিজেপিরই আসন। এমনকি তারা যদি মাত্র এক ঘন্টা আগে প্রার্থীর নাম ঘোষণা করে, তবে রাজ্যের মানুষ বিজেপি প্রার্থীকেই জয়ী করাবে। দল কি আমাকে প্রত্যাখ্যান করেছে? আমার নাম নেই এরকম কি ঘোষণা হয়েছে? তাহলে এখনই এই সব ভাবার কিছু সময় আসেনি। আমি শুধু বলব, এখানে প্রধানমন্ত্রীর আসার প্রয়োজনও হবে না। তাঁর ‘অবকি বার ৪০০ পার’-এর শুরুটাই হবে এখান থেকে। তবে শুধু এটাই বলতে পারি, কায়সারগঞ্জের মানুষ হঠাৎ করেই সুখবর পাবেন। যাতে পুরো অঞ্চল খুশি হয়ে যাবে”।

v

protest.jpg

Add 1