নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের আগে ফের ইডির নিশানা। ইডির নজরে এবার আরও এক মুখ্যমন্ত্রী। বেটিং অ্যাপ থেকে ৫০৮ কোটি নেওয়ার অভিযোগ উঠেছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে। অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে ইতিমধ্যেই চড়াও হয়েছে গেরুয়া শিবির।
এবার ইডির সেই অভিযোগ উড়িয়ে কংগ্রেস নেতা অভিষেক সিংভি নিশানা আনলেন বিজেপির দিকেই। এদিন তিনি বলেন, “দেড় বছরেরও বেশি আগে, ছত্তিশগড় সরকার এই মামলাগুলি নথিভুক্ত করেছিল। ছত্তিশগড় সরকার কর্তৃকই ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে এই মামলায়। সেই তথ্য সকলকে জানানোও হয়েছে। আমরা সারা ভারত জুড়ে যে বিষয়ে তদন্ত করেছি, আপনি নির্বাচনের চার দিন আগে এসে সেই তদন্তে নতুন তথ্য নিয়ে আসছেন। এতোটায় যদি আপনি ওয়াকিবহাল তাহলে গত ১৮ মাস ধরে ব্যবস্থা নেননি কেন? স্পষ্টতই, এখান থেকে বোঝা যায়, বিজেপি ভয় পেয়েছে। ছত্তিশগড়ে তারা ফের হারতে চলেছে। তাই বিভিন্ন পন্থা নিচ্ছে”।