''বিজেপি কি দিল্লীতে সরকার চালাবে না ?'' প্রশ্ন তুললেন আতিশি

দিল্লীতে যখন বিদ্যুৎ বিভ্রাট হয়, তখন তারা বলে যে এর জন্য আতিশি দায়ী, কিন্তু যমুনায় মেশিন এলে তারা বলে দিল্লীতে বিজেপি ও লেফটেন্যান্ট গভর্নর সরকার চালাচ্ছে। তাহলে দিল্লীতে আসলে সরকারটা চালাচ্ছে কে?

author-image
Debjit Biswas
New Update
atishigj.jpg

নিজস্ব সংবাদদাতা : দিল্লির অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী ও আপ নেত্রী আতিশি এবার দিল্লীতে বিজেপির ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন। তিনি বলেন, "বিজেপি আগে ঠিক করুক, যে তারা সরকার চালাচ্ছে কিনা। দিল্লীতে যখন বিদ্যুৎ বিভ্রাট হয়, তখন তারা বলে যে এর জন্য আতিশি দায়ী, কিন্তু যমুনায় মেশিন এলে তারা বলে দিল্লীতে বিজেপি ও লেফটেন্যান্ট গভর্নর সরকার চালাচ্ছে। তাহলে দিল্লীতে আসলে সরকারটা চালাচ্ছে কে?"

g6nr8rk_atishi-kejriwal_625x300_17_September_24

দিল্লীর ক্ষমতা নিয়ে আপ ও বিজেপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চলছেই। এরমধ্যে আতিশির এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে।