ভোটার তালিকায় নাম তুলতে গেলে কি আধার বাধ্যতামূলক
ভোটার তালিকায় নাম তুলতে গেলে কি আধার কার্ড বাধ্যতামূলক? ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের জন্যও কী একই বিধি? এক জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে তা স্পষ্ট করেছে জাতীয় নির্বাচন কমিশন।
ভোটার তালিকায় নাম তুলতে গেলে কি আধার কার্ড বাধ্যতামূলক? ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের জন্যও কী একই বিধি? এক জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে তা স্পষ্ট করেছে জাতীয় নির্বাচন কমিশন।
নতুন ভোটার দেন নাম নথিভুক্ত করতে ফর্ম ৬ পূরণ করতে হয়। এর সঙ্গে থাকে ফর্ম ৬বি। এই ফর্মে আধার নম্বর দিতে হয়। এই দুটি ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতে একটি মামলা হয়।
ভোটার নিবন্ধন (সংশোধনী) বিধিমালা ২০২২-এর ২৬-এর বি ধারা অনুযায়ী, আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়। বিষয়টি নিয়ে মানুষের মনে অস্পষ্ট ধারনা রয়েছে।
{{ primary_category.name }}