বড় খবর: বন্ধ হয়ে যাবে iPhone!

মোবাইলপ্রেমীদের পছন্দের তালিকায় iPhone থাকলেও এবার রয়েছে খারাপ খবর। বন্ধ হয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
iphone

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: মোবাইলপ্রেমীদের পছন্দের তালিকায় iPhone থাকলেও এবার রয়েছে খারাপ খবর। আগামী দিনে iPhone 13 সহ আরও অনেক মডেল (iPhone Series) বন্ধ হয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। মূলত, Apple মাত্র তিন বছরের পুরোনো স্মার্টফোন বিক্রি করে। ফলে চলতি বছরে iPhone 15 সিরিজ লঞ্চ হওয়ার পর কোম্পানির একাধিক পুরোনো মডেলের স্মার্টফোন বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।