নিজস্ব সংবাদদাতা: কৃষকদের প্রতিবাদ ঘিরে গতকালই ধুন্ধুমার পরিস্থিতি বাঁধে দিল্লি জুড়ে। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় রাজধানী। কৃষকদের আন্দোলন ঠেকাতে রুদ্ধমূর্তি ধারণ করতে হয় দিল্লির পুলিশকে। আর আজ ২৪ ঘন্টা পরও সক্রিয় রয়েছে প্রশাসন।
হরিয়ানা রাজ্যের আম্বালা, কুরুক্ষেত্র, কাইথাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ এবং সিরসা জেলার অধিকাংশ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। ভয়েস কল ব্যতীত মোবাইল নেটওয়ার্কে মোবাইল ইন্টারনেট পরিষেবা, এসএমএস এবং সমস্ত ডঙ্গল পরিষেবাও আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।