আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের 'কিংপিন' গ্রেফতার! পাঞ্জাব পুলিশের বড় সাফল্য

সোমবার পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব তাঁর এক্স-হ্যান্ডেলে পোস্ট করে গ্রেফতারের কথা জানান। তিনি আরও জানান, শেহনাজ সিং ওরফে শন ভিন্ডাররের অবশ্যই বড় সাফল্য পুলিশের৷

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Bangladeshi Arrested

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: গ্রেফতার হল এফবিআই-এর (FBI) মোস্ট ওয়ান্টেড আন্তর্জাতিক ড্রাগ পাচারকারী শেহনাজ সিং ওরফে শন ভিন্ডারকে। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, ভিন্ডার আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের সঙ্গে গভীরভাবে জড়িত৷ সোমবার পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব, তাঁর এক্স-হ্যান্ডেলে পোস্ট করে এই গ্রেফতারের কথা সর্বসমক্ষে জানিয়েছেন। তিনি জানান এটা অবশ্যই বড় সাফল্য পুলিশের৷

iojhgvhbjlk;knjb
ফাইল চিত্র