অন্তর্বর্তী বাজেট পেশ অর্থমন্ত্রীর, আয়কর নিয়ে মধ্যবিত্তদের দিলেন চমক

বাজেটে মধ্যবিত্তদের জন্য কোনও খুশির খবর শোনালেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
174217-untitled-design-2022-01-31t115845108-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: খুব গতে বাঁধা ভাষায় বললে, ‘গর্জালেও বর্ষালো না’। অন্তত অন্তর্বর্তী বাজেট নিয়ে এমনই কথা বলছেন বিরোধীরা। এমনটা অবশ্য বলতে পারেন মধ্যবিত্তরাও। লোকসভা নির্বাচনের আগে বাজেটে মধ্যবিত্তদের জন্য কোনও খুশির খবর শোনালেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এমনকি আয়করেও হল না কোনও পরিবর্তন।

লোকসভা ভোটের আগে মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ। দ্বিতীয় মেয়াদের এটাই শেষ বাজেট। কাজেই, একাধিক আশা-প্রত্যাশা প্রথম থেকেই ছিল। বিশেষ করে নজর ছিল কর ছাড়ের বিষয়ে। কর ছাড়ে কি সুরাহা মিলবে মধ্যবিত্তের? এনিয়ে নানা জল্পনার মধ্যে আজ অর্থমন্ত্রী ঘোষণা করলেন, “গত ১০ বছরে প্রত্যক্ষ কর আদায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না। একই সাথে পুরনো কর কাঠামোয় আয়করে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত থাকছে”।

 

স্ব

স

স