অন্তর্বর্তী বাজেট, বিরোধীদের নজর থাকবে এই সব বিষয়ে

'মোদি জিতলে আর কোনো নির্বাচন হবে না'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nirmala budget.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২ ফেব্রুয়ারী পেশ হতে চলেছে অন্তর্বর্তী বাজেট। লোকসভা নির্বাচনের আগে এটিই শেষ বাজেট। ফলে এই বাজেট ঘিরে রয়েছে অনেক প্রত্যাশা, অনেক চমক। আর বিজেপি বিরোধীদের কাছে মোক্ষম সুযোগ। সেই অধিবেশন শুরুর আগে হয়ে গেল সর্বদলীয় বৈঠক।

এদিন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি এই বিষয়ে বলেন, “আমি অর্থনৈতিক পরিস্থিতি, ফেডারেল কাঠামো, আসামে রাহুল গান্ধীর যাত্রায় হিংসাত্মক আক্রমণ, কৃষকদের আয় দ্বিগুণ, ইডি-সিবিআই অভিযান, বর্ণ শুমারি ইত্যাদি বিষয়গুলি উত্থাপন করেছি। তবে তার কতোটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলবে”।

তাঁর কথায়, “সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। যদি তারা নির্বাচনী প্রক্রিয়া পরিবর্তন করে তাহলে কী হবে? জনগণের উচিত তার অধিকার ব্যবহার করা এবং মোদি সরকারকে উৎখাত করা। মোদি জিতলে আর কোনো নির্বাচন হবে না”।

 

স্ব

স

স