কংগ্রেসে থেকে অপমানিত! তাই পদত্যাগের সিদ্ধান্ত- জানালেন মুখ্যমন্ত্রী- রাজনীতিতে তোলপাড়!

কংগ্রেসে থেকে অপমান সহ্য! তাই পদত্যাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে- শোরগোল ফেলে দিলেন মুখ্যমন্ত্রী।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচন চলছে দেশ জুড়ে। আগামীকাল তৃতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচনের মধ্যেই পদত্যাগ করেছেন কংগ্রেস নেত্রী রাধিকা খেরা। এবার কংগ্রেসের জনপ্রিয় ও শক্তিশালী নেত্রী রাধিকা খেরার পদত্যাগ প্রসঙ্গে বার্তা দিতে গিয়ে শোরগোল ফেলে দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি জানিয়েছেন, কংগ্রেসে থেকে অপমান সহ্য করতে হয়েছে রাধিকা খেরাকে। কংগ্রেস ভবনে তার নিজের লোকেরা তাকে অপমান করেছে। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাধিকা খেরা।

তিনি বলেছেন, "কংগ্রেস ভবনে তার নিজের লোকেরা তাকে অপমান করেছে। তারা 'নারী ন্যায়' সম্পর্কে কথা বলে, কিন্তু তারা যা বলে এবং যা করে তার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এই কারণেই কংগ্রেসের এমন অবস্থা"। উল্লেখ্য, রাধিকা খেরার পদত্যাগ প্রসঙ্গে ইতিমধ্যেই রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। এবার মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই কংগ্রেসের নারী ন্যায়ের প্রসঙ্গ তুলে আনায় রাজনীতিতে তোলপাড় হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও তিনি ছত্তিশগড়ের ১১ টি লোকসভা আসনেই জয়ের ক্ষেত্রে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "আমরা যেখানেই যাচ্ছি, আমরা বিজেপির পক্ষে মানুষের মধ্যে বিপুল উৎসাহ দেখতে পাচ্ছি। রাজ্যে ১১ টি আসনের মধ্যে ১১ টিতেই বিজেপি জিততে চলেছে।”

Add 1

Lok Sabha elections 2024   . . . . . . . . . . .  , , , , , , , , , , , . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .